বগুড়ায় শুরু হলো তিন দিনব্যাপী ‘সৃজননন্দন উৎসব’

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’—এই শ্লোগানকে সামনে রেখে আজ ৩০ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী সৃজননন্দন উৎসব। আয়োজন করেছে হিন্দোল একাডেমী ও ভোর হলো, সহযোগিতায় রয়েছে কলেজ থিয়েটার ও দল অন্যরকম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বগুড়া থিয়েটার।

 

বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা। উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে বেজে ওঠে নাকাড়া ও কর্নেটের সুর। এরপর আবৃত্তি, সংগীত ও নৃত্যের পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠানমালা। আবৃত্তি পরিবেশন করে হিন্দোল একাডেমীর সদস্যরা, গান পরিবেশন করে সংগীত দল, আর চিত্রশিল্পীরা তুলির আঁচড়ে রঙ ছড়ান ক্যানভাসে। ভরতনাট্যম নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয় উদ্বোধনী পর্ব।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার, যুগ্ম আহ্বায়ক কবির রহমান, এবং নির্বাহী সদস্য এড. মতিন মন্ডল ও গোলাম মোস্তফা জিয়ন।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দোল একাডেমীর সাধারণ সম্পাদক সোবহানী বাপ্পী, আলোচনা সভার সভাপতিত্ব করেন সভাপতি জুলফিকার আলী সুইট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল ও মাসসারাত তাহিয়া।

 

 

প্রথম দিনে শিশু সংগঠন হিন্দোল একাডেমী পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে দল অন্যরকম পরিবেশন করবে গান-আবৃত্তি, পাশাপাশি থাকবে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। শনিবার সমাপনী দিনে অনুষ্ঠিত হবে বগুড়া থিয়েটারের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের যৌথ প্রযোজনায় ‘কাজলরেখা পালা’ নাটকের মঞ্চায়ন।