রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ ) :
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১৭:৪০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। 

শনিবার দিবস উপলক্ষ্যে  উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ‍্য  র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, উপজেলার বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।