মরহুম প্রফেসর ডা: শহীদুল্লাহ জাহানারা স্মরণে গাবতলীর সোনাকানিয়ায় মুনলাইটের হেলথক্যাম্প অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১৭:৪৩ ।
প্রতিবেশী জেলা
শুক্রবার মরহুম প্রফেসর ডাঃ শহীদুল্লাহ জাহানারা স্মরনে গাবতলী উপজেলার সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রথম হেলথ ক্যাম্প অনুুষ্ঠিত হয় ।
সহযোগিতায় ডাঃ শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশন । ক্যাম্পে বিনামূল্যে একশত এর বেশি রোগি দেখা হয় ও তাদের ফ্রি ঔষধ প্রদান করা হয় । হেলথ ক্যাম্পে রোগীরা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা নেন ।
ক্যাম্পের প্রথম দিনেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে ।
হেলথ ক্যাম্পে রোগী দেখেন ডাঃ ইমন ও ডাঃ সামিহা । ডাক্তারকে সহযোগিতা করেন নার্স মোছাঃ শ্রাবনী ও লুবনা।
আরও পড়ুন