বগুড়ায় বিএনপি থেকে খালেদা জিয়া ও তারেক রহমানসহ লড়বেন যারা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:০৮ ।
প্রধান খবর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, বগুড়া-৬ (সদর) আসনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ ছাড়া বগুড়ার অন্যান্য আসনে প্রার্থী হয়েছেন—
বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
বগুড়া-২: স্থগিত (পরে ঘোষণা করা হবে)
বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার
বগুড়া-৪: মোশাররফ হোসেন
বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ
দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া-২ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে।
আরও পড়ুন