রাণীনগরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:০৬ ।
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতা এবং জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করেন।

সভায় উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করে। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের মামলার ফরম, ফরম্যাট ও রেজিস্ট্রার প্রদান করা হয়েছে। এছাড়া সভায় গ্রাম আদালতের উপজেলা কো-অডিনেটর যবনিকা রাণীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রাম আদালত সরকারের একটি শক্তিশালী আদালত। এই আদালতের মাধ্যমে ছোট ছোট বিষয়ের পারিবারিক কোন্দলগুলো শান্তিপূর্ণ সমাধান করা হলে কাউকে অহেতুক আদালতে গিয়ে হয়রানির শিকার হতে হয় না। তাই প্রতিটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে গ্রাম আদালতের সুফল ও বিচার পাওয়ার বিষয়গুলো সহজে তুলে ধরার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। আগামীতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।


আরও পড়ুন