আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ ২০:৪২ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার, ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যাথা লাঘব হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। মাহফুজ রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সন্তান, তাঁর বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। উপদেষ্টা হওয়ার পর মাহফুজ এ নিয়ে রামগঞ্জে দ্বিতীয়বারের মতো করে সফরে এসেছেন।

 

 

শেখ হাসিনা ছাড়াও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তাঁরা এ বিচার কাজ এগিয়ে নেবেন।

 

 

তিনি আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি সংস্কার কাজগুলোকে যথাযথভাবে করতে পারে তাহলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে রকম একটা বাংলাদেশ দেখতে পাবো। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।

 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহফুজ আলম বলেন, আসুন, বাংলাদেশ-পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ-বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই। সংস্কারগুলো করার জন্য সরকারকে সহযোগিতা করুন। প্রয়োজনে আমরা আবার লড়াই করব, শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেব। 

 

তিনি বলেন, শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন-ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট হলে চলবে না, বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

 

সভা শেষে তথ্য উপদেষ্টা রামগঞ্জের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাত ও সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।