নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণে বিএনপির বিশাল শোডাউন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ২০:৪১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণে বিএনপি'র বিশাল শোডাউন। 

রবিবার দুপুর ১২টায় শহরের তাজের মোড় থেকে নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশি নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর পক্ষে এই লিফলেট বিতরণ ও র‌্যালী হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। 

এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তারা বলেন, দেশ রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করা হবে। 

এদিকে নওগাঁ- (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা।” তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। এই কর্মসূচির মাধ্যমে নওগাঁয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে।”

নেতৃবৃন্দ জানান, কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং ধানের শীষের পক্ষে জনমত দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

শেষে দলীয় নেতারা অঙ্গীকার করেন, “যত বাধাই আসুক না কেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বিএনপি।”

 

উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনের মধ্যে নওগাঁ-৫ (সদর) আসন ব্যতিত ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।