বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ২০:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায় এবং কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। রবিবার (০৯নভেম্বর) দিনব্যাপি উপজেলার ১৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। সরেজমিনে উপজেলা সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তখল বেলা এগারোটা। শিক্ষকরা ক্লাস বন্ধ রেখে তাদের অফিস কক্ষে বসে কর্মবিরতি পালন করছেন। ফলে শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে স্কুলের মাঠে সহপাঠীদের সাথে খেলা-ধুলা করছে।

কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক নেতা শামছুদ্দিন ফিজার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্লাস বর্জন করে কর্মরিতি পালন করছি। একইভাবে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি স্বতঃস্ফ’র্তভাবে পালন করছেন। তিনি আরো জানান, সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। এনব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না বলে জানিয়েছেন এই শিক্ষক নেতা।