শিবগঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে ৬০ লাখ টাকা বিতরণ
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জিয়া পরিবারের মঙ্গল কামনায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ৬০ লক্ষ টাকার আর্থিক অনুদান।
রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলমের প্রচেষ্টায় এ অনুদান কার্যক্রম বাস্তবায়ন করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন। এসময় প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলায় ইসলামিক সেন্টার স্হাপনের ঘোষনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা মোঃ আখলাছুর রহমান, মিরাজ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।