৮ জানুয়ারি থেকে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ ১৮:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

আগামি ৮ জানুয়ারি শুরু হবে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। মধুবন সিনেপ্লেক্সে উৎসবটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়া  প্রতিবারের মতো এইবার একটু আলাদাভাবে আয়োজন করতে যাচ্ছে উৎসবটি। প্রতিবছর উৎসবটি ফেব্রুয়ারি মাসে হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমযানের কারনে এইবার জানুয়ারিতে করার পরিকল্পনা চুড়ান্ত করেছে আয়োজকবৃন্দ। এইবারের উৎসবে ৫টি ক্যাটাগরিতে ৩২টি দেশের মোট ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব পরিচালক সুপিন বর্মন জানান এইবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট , ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরীসহ মোট ৭টি পুরস্কার প্রদান করা হবে। 

প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড। বোর্ডে থাকছেন দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা, ফিল্ম স্কলার ও কিউরেটররা। এই তালিকায় আছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রাকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, নির্মাতা আলেক্সান্ডার মোরোও, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি, নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী । চলচ্চিত্র প্রদর্শনীর বাহিরেও থাকবে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। আশাকরা হচ্ছে এইবার অন্তত ৭ দেশের চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত থাকবেন।   উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে ঋত্বিক ঘটককে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।