বগুড়ায় অস্ত্র ও হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ ২২:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

অস্ত্র আইন ও হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শাজাহানপুরের বৈঠাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া আবু সুফিয়ান (৩৫) বৈঠাপাড়া এলাকার মো. আ. ছামাদের ছেলে। তিনি শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ২০০৯–এর ধারায় (মামলা নং–৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং–৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩) তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে আরও দুটি অস্ত্র আইন ও একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।