ছয় জেলার পুলিশ সুপারের বদলি
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ ১৮:২৭ ।
দেশের খবর
দেশের ৬ জেলায় পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। জেলা গুলো হলো: গাইবান্ধা, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, হবিগঞ্জ ও নীলফামারী।
রবিবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখার উপ সচিব আবু সাঈদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পিবিআই পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধায়, দিনাজপুরের এসপি মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমানকে দিনাজপুর, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এস সাজেদুর রহমানকে পাবনা, ডিএমপির ডিসি গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ ও ডিএমপির ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন