'শিকড়-Roots' এর উদ্যোগে সাতমাথায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেলেন দুই শতাধিক মানুষ
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া শহরের সাতমাথা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন 'শিকড়-Roots' এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস ও প্রেশার পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে এই মানবিক উদ্যোগ শুরু হয়। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি। ক্যাম্পে আসা মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সিহাব মিঞা।
জানা যায়, এই ক্যাম্পে আগত প্রায় ২ শতাধিক মানুষের সুগার ও রক্তচাপ পরিমাপ করা হয় এবং চিকিৎসককের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন 'শিকড়-Roots' এর এই ক্যাম্প সফল করতে নিরলস কাজ করেন সংগঠনের সদস্য মুয়াজ, জুবায়ের, সুভো, সানি, বাপ্পি, বাইজিদ, মাসুদ, অন্তর, সৌরভ, ওলি, মুন্না এবং হ্রদয়সহ অন্যান্য তরুণ স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোয় তাঁরা 'শিকড়-Roots' এর এই প্রচেষ্টার প্রশংসা করেন।
দিনব্যাপী ক্যাম্প শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা। এমন জনমুখী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন 'শিকড়-Roots' এর উদ্যোক্তারা।