তারেক রহমানের জন্মদিনে জিয়া মেডিকেল মসজিদে ছাত্রদলের দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ ২০:২০ ।
বগুড়ার খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ সদর আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের ৬১তম জন্মদিনে দিনভর নানা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। দোয়া, পবিত্র কুরআন খতম, খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন নেতারা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ যোহর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মেডিকেল শাখা ছাত্রদল নেতাকর্মী।
দোয়াপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি শেখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনী, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব।
আরও পড়ুন