এক দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ ১৩:০৬ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৫১ বার।

এবার গাজীপুরের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

 

আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি এই এলাকায় আঘাত হানে।

 

 

তিনি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।

 

এর আগে শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নরসিংদীসহ আশেপাশের এলাকা। এতে রাজধানীর ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ। এ ভূমিকম্পে ঝাঁকুনিকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে বিবেচনা করা হচ্ছে। আগামীতে আরও বড় ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।