বগুড়ায় শেরপুর এক্সক্লসিভ দই মিষ্টির শো রুমের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ ।
বগুড়ার খবর
সোমবার বগুড়া শহরের সাতমাথাস্থ ”শেরপুর এক্সক্লুসিভ”দই মিষ্টি শো রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপি সভাপতি , বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এসময় বিশেষ উপস্থিত হিসেবে ছিলেন বিএনপি জাতীয় নিবার্হী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন,বগুড়া বগুড়া শহর বিএনপি সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু, স্বত্ত¡াধিক্রী আলহাজ্ব মো: জাকিরুল ইসলাম জকির, ”শেরপুর এক্সক্লসিভ”দই মিষ্টি পরিচালক মো: আজিজুল হক নাদিম।অতিথিদের বরণ করেন স্বত্বাধিকারী জিসান।অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।
আরও পড়ুন