মিউজিশিয়ান্স এসোসিয়েশন অব বগুড়া (ম্যাব)-এর নতুন কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিল্পীদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগীত অঙ্গনের সার্বিক অগ্রগতির লক্ষ্য সামনে রেখে মিউজিশিয়ান্স এসোসিয়েশন অব বগুড়া (ম্যাব)-এর ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘোষিত এ কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল আলম সুনাম।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি মাহফুজুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আলম তন্ময়; সাংগঠনিক সম্পাদক আহাদ সওদাগর (রিয়েল); অর্থ সম্পাদক মওলা বক্স; দপ্তর সম্পাদক অরূপ সাহা (অভি); প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহাদ জনি; সাংস্কৃতিক সম্পাদক পাপন কুমার চাকী; ক্রীড়া সম্পাদক সিদ্ধার্থ প্রসাদ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল গালিব খান; সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং নির্বাহী সদস্য হাজী মাসুদুর রহমান বিপু।
নবনির্বাচিত সভাপতি উত্তম কুমার রায় বলেন, “বগুড়ার শিল্পীদের কল্যাণ, ন্যায্য সম্মানী নিশ্চিতকরণ, মিউজিশিয়ানদের পেশাগত সুরক্ষা এবং নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বৃদ্ধি—এই চারটি দিকই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মহিদুল আলম সুনাম বলেন, “ম্যাব শুধু একটি সংগঠন নয়; এটি বগুড়ার শিল্পীদের প্রাণের ঠিকানা। সবার অংশগ্রহণে আমরা আরও শক্তিশালী সংগীত পরিবেশ গড়ে তুলতে চাই।”
ম্যাব-এর নতুন কমিটি আশা করছে, বগুড়ার সংগীত অঙ্গনে পেশাদারিত্ব, ঐক্য, নিরাপত্তা এবং শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন এক অধ্যায়ের সূচনা হবে।