বগুড়ায় জ্বিনের বাদশা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২১ বার।

অলৌকিক ক্ষমতাধর জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মহিদুল ইসলাম (৩৫)। খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে ফাঁদে ফেলে টাকা নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেপ্তার মহিদুল ইসলাম সোনাতলা উপজেলার রানিরপাড়া গ্রামের তোজাম আকন্দের ছেলে।

 

শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।

 

এর আগে বৃহস্পতিবার মহিদুলের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোমিনুর রহমান। এরপর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। 

 

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বাড়িতে অভিযানে দুটি কথিত হাড়, দুটি সুরমা দানী, তিনটি লাল কাপড়, আতর, তাবিজ, সাদা কাপড়, তছবি, আগরবাতি ও কালো সুতা জব্দ করা হয়।

 

মামলার বরাত দিয়ে তিনি আরও জানান, বগুড়ার মহাস্থানগড় ইসলামী জলসায় ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় মহিদুলের। পরে গত ৭ সেপ্টেম্বর কৌশলে ডেকে নিয়ে খাবারের সাথে মেডিসিন দিয়ে অস্বাভাবিক অবস্থায় রাখে। ওই সুযোগে নগদ ও বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।