বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২, ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। হাতেনাতে গ্রেপ্তার হয় মাদক কারবারি। 

 

শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এবং জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আতোয়ার রহমান। 

 

গ্রেপ্তার দুইজন- রাজু আহম্মেদ রনি (২৬) শেরপুর উপজেলার হোসনাবাদ মধ্যপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে। তার বিরুদ্ধে ২০২০ সালে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার শেরপুর উপজেলার দক্ষিণ কাফুরা মাছের আড়ৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

 

এদিকে, ডিবির অভিযানে গ্রেপ্তার বাচ্চু মিয়া (৩৬) রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া মহল্লার রুপ মিয়ার ছেলে। শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকার মহাসড়কে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। ঢাকাগামী আহসান পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। হাতেনাতে ধরা পড়ে মাদক কারবারি।