বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত, আহত এক
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় রতন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া–জয়পুরহাট আঞ্চলিক সড়কের কিচক ইউনিয়নের বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রতন জয়পুরহাট সদর উপজেলার তেঘর এলাকার রামলালের ছেলে। তিনি পেশায় নরসুন্দর ছিলেন বলে জানা গেছে। আহত মারুফ একই এলাকার ভুট্টো মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী বলরামপুর গ্রামের আবু হোসেন জানান, রতনসহ আটজন বন্ধু মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে বগুড়ার মমইনের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বলরামপুর বাসস্ট্যান্ডে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে জয়পুরহাটগামী একটি ট্রাকের নিচে পড়ে যান রতন ও মারুফ। ঘটনাস্থলেই রতন মারা যান। আহত মারুফকে গুরুতর অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।