খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় গণদোয়া
স্টাফ রিপোর্টার
গুরুরতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে আজ (৮ ডিসেম্বর) সোমবার বাদ আসর গণদোয়ার আয়োজন করা হয়।
শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেল সোয়া ৪টায় আসর নামাজ শেষে গণদোয়া শুরু হয়। বগুড়ার ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার শিক্ষক মুফতি আতাউল্লাহ নিজামী দোয়া পরিচালনা করেন। প্রায় দশ মিনিটের দোয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মোশাররফ হোসেনসহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি শত শত সাধারণ মানুষও অংশ নেন। এসময় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অভিভাবক উল্লেখ করে দেশের স্থিতিশীলতার প্রয়োজনে তাঁর দ্রæত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যও কামনা করা হয়।
গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এর আগে বগুড়ার বিভিন্ন উপজেলাতেও একই ধরনের দোয়ার আয়োজন করা হয়। এছাড়া গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং গরু ও ছাগল ছাদকা করা হয়।