নওগাঁয় জামায়াত প্রার্থীর পক্ষ থেকে প্রথম শুরু হয়েছে ব্যানার ফেস্টুন অপসারণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় জামায়াত প্রার্থীর পক্ষ থেকে প্রথম শুরু হয়েছে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার কাজ। 

নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড: আ স ম সায়েম শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়ি পাল্লার এই প্রার্থী।

 

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনার পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার সকালে জামায়াতের মনোনীত প্রার্থী নেতাকর্মীদের নিয়ে শহরের দয়ালের মোড়ে তার নির্বাচনি ব্যানার-পোস্টার নিজের হাতে খুলে অপসারণ শুরু করেন।

 

এসময় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে এমপি পদপ্রার্থী এ্যাড: আ স ম সায়েম বলেন, ‘আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী।’

‎এসময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড: আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ সংগঠনটির নেতাকর্মীরা।