গুলিবিদ্ধ হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

 

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।