বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ধুনট( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক দুই মামলায় সালমান (২৭) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সালমান ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য। এর আগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির কার্যালয়ে কর্মীসভা চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ককটেল হামলা চালায়। এ সময় হামলাকারীরা বিএনপির কার্যালয় চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ৭৮ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

 

 

এছাড়া, ২০২২ সালের ৩০ মে শহরের দলীয় কার্যালয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর ধুনট শহরের হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে ৬১ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এ দুই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সালমানকে গ্রেপ্তার করা হয়।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।