নওগাঁয় একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ডাঃ মনজুর হোসেনসহ ২২ জন শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান

নওগাঁ প্রতিনিধি
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য ভাষাসৈনিক, জনহিতৈষী চিকিৎসক নওগাঁর স্বনামধন্য কৃতি সন্তান ডাঃ মঞ্জুর হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ২২ জন প্রয়াত শিক্ষকের উত্তরসূরীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়। শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে "আস্থায় আলো" নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

নওগাঁ সরকারী কেডি স্কুলের ১৯৭৪, ১৯৭৫,১৯৭৬ সালের এসএসসি ব্যাচ ও অন্যান্য ছাত্রবৃন্দের সমন্বয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "অস্থায়ী আলো " এর সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও কামরুল হাদি'র উপস্থাপনায়

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনজুর মোরশেদ সাকলায়েেন, নাজিম হাসান হিটলার, ডাক্তার জাহাঙ্গীর আলম রাজা, ভাষা সৈনিক ডাক্তার মনজুর হোসেনের পুত্র হাসান ইমাম তমাল, ভাষা সৈনিক ডাক্তার আমজাদ হোসেনের পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ভাষাসৈনিক ডাক্তার মঞ্জুর হোসেনের পত্নী জাকেরা জেবানী মিনি ও শিক্ষকদের প্রতিনিধি জগদিস চন্দ্র রায়।