নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা: দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বহুল আলোচিত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নওগাঁর ৫ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তরা হলেন—নজিপুর সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ এবং নজিপুর ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এস এম নাজিমুদ্দিন বাবু।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে পত্নীতলার একটি চা স্টল থেকে স্থানীয় সাংবাদিক মাহমুদুন্নবীকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।
পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে চার্জ গঠনের পর্যায়ে আদালত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এ সময় আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং এর মধ্যে দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী সাজেদুর রহমান পরাগ জানান, আজ ২৩ ডিসেম্বর মামলাটির চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।