বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
স্টাফ রিপোর্টার
বগুড়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার রেকর্ডের কথা জানায় আবহাওয়া অফিস৷ এটাই এই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার।
তিনি জানান, সকাল থেকে জেলাজুড়ে কুয়াশা রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির মতন পড়ছে। জেলায় আজ এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, শীতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিলেনি, ছিল কুয়াশার চাদরে মোড়া। এরসঙ্গে হিমেল বাতাস শীতকে আরও তীব্র করেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকালে ঘন কুয়াশায় দৃষ্টিসীমাও ছিল কম।