ওসমান হাদিকে স্মরণ করে যা বললেন তারেক রহমান
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮ ।
দেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ শরিফ ওসমান হাদির অবদান স্মরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছেন। তিনি চেয়েছিলেন, এদেশের মানুষ যেন তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পায়। ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এছাড়া বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমনই সর্বস্তরের মানুষ একত্র হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। আজকের দিনে বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে আগ্রহী।