এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, হতে পারেন দলের ‘মুখপাত্র’
পুণ্ড্রকথা ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।
ঢাকার বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এনসিপির একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আসিফ মাহমুদকে দলের ‘মুখপাত্র’ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। মূলত তার যোগদানের বিষয়টি জানানোর উদ্দেশ্যেই আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই আসিফ মাহমুদ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেষ মুহূর্তে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলের ‘মুখপাত্র’ হিসেবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।
এর আগে, আসিফ মাহমুদের পক্ষে ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এছাড়া তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।