গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে বেগম খালেদা জিয়ার মরদেহ
পুণ্ড্রকথা ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।
বুধবার বেলা ১১টা ০৫ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জানাজা স্থল মানিক মিয়া এভিনিউয়ের দিকে রওনা হয়েছে।
খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরও এর সঙ্গে রয়েছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনতার ঢল নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টার দিকে এখানে জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন।
গতকাল মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। এছাড়া সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হচ্ছেন।
এছাড়া, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে। এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।