বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ১৮:২৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১১৪ বার।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী এলাকায় ওভার ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। 

 

নিহতের নাম মো: মামুন(৩৮)। নিহত অটোরিকশা চালক মামুন (৩৮) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দু পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০) গুরুতর আহত হন।

 

বগুড়ার হাইওয়ে পুলিশের এস আই শহীদ বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওভার ব্রীজে ওঠার সময় সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মামুন (৩৮) মারা যান। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়। 

 

 বগুড়ার হাইওয়ে পুলিশের এসআই শহীদ জানান, অজ্ঞাত নামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকসা চালক মামুন নিহত ও যাত্রী মুক্তার আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।