বগুড়া জেলা পর্যায়ে ড. মাওলানা আব্দুল বারী রশিদী শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ১৮:৩২ ।
বগুড়ার খবর
ড. মাওলানা আব্দুল বারী রশিদী, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ বগুড়া জেলার ১২ টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( মাদরাসা) নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে শেষ্ঠ হয়েছে। সে একই উপজেলার বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হিসেবে ২০১৯ সাল থেকে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে ও সে ২০২৪ সালে ও উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।
ড. আব্দুল বারী রশিদী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গবেষক হিসেবে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দায়ী ইলাল্লাহ হিসেবে সারাদেশে ওয়াজ মাহফিল ও গবেষণার মাধ্যমে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন।
আরও পড়ুন