বগুড়ায় স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ২০:২০ ।
বগুড়ার খবর
বগুড়ার শিবগঞ্জে স্মার্টফোন কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মহিমা (১৪) নামের এক কিশোরী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার বিহার ইউনিয়নের ওছলগাড়ী গ্রামে।
নিহত মহিমা ওই গ্রামের সাকিরুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্মার্টফোন কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই একপর্যায়ে অভিমান করে মহিমা নিজ ঘরে গলায় ফাঁস দেয় বলে স্বজনদের দাবি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন