পূর্ব শত্রুতা জের: নওগাঁয় কৃষকের একমাত্র অবলম্বন কলার বাগান কেটে সাবাড়

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ১৯:২৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

পূর্ব শত্রুতা জের ধরে কৃষকের একমাত্র অবলম্বন কলার বাগানের ৩ শতাধিক কলা গাছ এক রাতেই কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে কোন এক সময়ে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাঙ্গালঘাট গ্রামের কৃষক আব্দুল হাকিম এর কলাবাগানে এই ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন। একই সাথে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে জানান। এই ঘটনাই সোমবার দুপুরে বদলগাছি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিমের অভিযোগ  দীর্ঘদিন ধরে একই গ্রামের টিটুর মধ্যে জমি ও কলা বাগানকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গভীর রাতে টিটুর নির্দেশে তার লোকজন রাতের কোন এক সময় বাগানে প্রবেশ করে পরিকল্পিতভাবে আমার লাগানো প্রায় তিন শতাধিক ফলন্ত কলা গাছ কেটে ফেলে। পরের দিন সকালে বাগানে এসে দেখি কাটা গাছগুলো জমির উপর পড়ে আছে। ২/১ টা গাছ কাটা না পড়লেও ওই গাছ থেকে আর ফল হবে না। মুহূর্তেই ওই পরিবারের উপর নেমে আসে ঘোর অন্ধকার। তাদের দীর্ঘদিনের পরিশ্রম আর ভবিষ্যৎ জীবিকার শেষ আশাটুকু হারিয়ে এখন সর্বস্বান্ত  ।


ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, এই কলা বাগানটাই ছিল আমাদের পরিবারের একমাত্র জীবিকার অবলম্বন। গাছগুলো আর কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি করার কথা ছিল। সব শেষ হয়ে গেল। প্রতিপক্ষ ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে আমাদের সর্বনাশ করেছে। তিনি দাবি করেন, এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে লুৎফর রহমান, জসীমউদ্দীনসহ অনেকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা শুধু গাছ কাটার ঘটনা নয়, এটি একজন কৃষকের জীবন ও জীবিকার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।


তবে অভিযুক্ত মোঃ টিটু তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করে বলেন,আমাকে ফাঁসানোর জন্যই হাকিমই পরিকল্পিত হবে তারবাগানের কলাগাছ কেটেছে।  

এব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান,কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।