জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে চাই : মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ২২:০২ ।
বগুড়ার খবর
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। সোমবার (১৯ জানুয়ারি) নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর অনুষ্ঠানে গিয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
সেসময় তাঁর সাথে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর এবং বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
আরও পড়ুন