গণভোটের পক্ষে সরকার তবে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ : উপদেষ্টা বিধান চন্দ্র রায়

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ১৯:১৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে মানুষের যে আকাংখার প্রতিফলন ঘটেছে সেটা বাস্তবায়ন করা এ সরকারের দায়িত্ব। শুধু দলিল আকারে যদি একটি জুলাই সনদকে রেখে যাওয়া হয় সেটা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়। গণমানুষের সমর্থন আদায় করতে পারলে যারা যারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমমে তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে। সেই জন্য গণভোটের আয়োজন ও গণভোটের পক্ষে সরকার।

আজ মঙ্গলবার বিকেলে গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য নওগাঁয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সস অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করা সরকারের কাজ। নির্বাচনের ক্ষেত্রে সরকার নিরপক্ষ। কিন্তু গনভোটের ক্ষেত্রে নিরপেক্ষ না। কারন আমরা চাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্কাগুলো গণমানুষের দ্বারা আইনগতভাবে সমর্থিত হোক। সেজন্যই আমরা একটি পক্ষ। আমরা চাচ্ছি গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হোক। 

নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন তাদের নিরপেক্ষতা বজায় রাখারও আহবান জানান তিনি। 

এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।