বগুড়া পীস স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
বুধবার পীস স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার উদ্যোগে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। অধ্যক্ষ ড. ফাহমিদা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইন, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়ার নাক-কান গলা বিশেষজ্ঞ ও সার্জন, সহযোগী অধ্যাপক ডা. মো: মাহফুজুল হক মামুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়ার এন্ডোক্রাইনোলজিস্ট ডা. আবু শিহাব। উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন, ভালো লেখাপড়ার জন্য প্রয়োজন প্রফুল্ল মন। আর মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া অফিসার জনাব আকরাম হোসেন বলেন, আমাদের সন্তানদের সুস্থ দেহ সুস্থ মন তৎসঙ্গে মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এ্যাড, জহুরুল ইসলাম, উপদেষ্টা মো. ফজলুল হক, প্রভাষক, বাংলা বিভাগ, শেরপুর সরকারী কলেজ, ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহিন আলম, ডিরেক্টর দেলাওয়ার হোসেন সাঈদী প্রমুখ।