বগুড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী ব্যানার ছেঁড়া ও পোড়ানোর অভিযোগ
শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার ছিঁড়ে ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন নির্বাচন কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।
তিনি জানান, শাজাহানপুরের বিভিন্ন এলাকায় জামায়াত প্রার্থীর ব্যানার পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে এবং কিছু স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অধ্যাপক আব্দুল মতিন আরও বলেন, একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বাধা সৃষ্টি করছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। দ্রুত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অভিযোগটি মৌখিকভাবে গ্রহণ করা হয়েছে। লিখিত আবেদন পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।