রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ১৯:৩৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

 নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মাঠের মধ্যে গাভী ফেলে রেখে বিদেশী জাতের একটি বাছুর চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ইফতেখার হোসেনের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক ইফতেখার হোসেন জানান, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমানিক ২টার দিকে আমার স্ত্রী জানালা খুলে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। এ সময় গরু চুরি হয়েছে অনুমান করে বাড়ির বাহিরে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু গেটের বাহিরে থেকে চোরেরা তালা দিয়ে রাখায় বিকল্প দরজা দিয়ে বের হই। এরপর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে গেছে। পরে মাঠের মধ্যে খোঁজাখুঁজি করে গাভী পেলেও বাছুর পাওয়া যায়নি। বাছুরের দাম প্রায় ৯০ হাজার টাকা হবে। এ ঘটনায় থানা পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারসহ গরু উদ্ধারের চেষ্টা চলছে।