নওগাঁর মহাদেবপুরে ড্রামট্রাকের চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে: তারা সকলেই আদিবাসী সম্প্রদায়ের
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় ভ্যানচালকসহ নিহত ৫ জনের পরিচয় মিলেছে। তারা সকলেই আদিবাসী সম্প্রদায়ের লোক বলে জানা গেছে।
তারা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০) এবং মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে। নিহত ও আহতরা উপজেলার নুরপর একই বাসিন্দা হওয়ায়, ওই গ্রামে বইছে এখন শোকের মাতম।
আজ শনিবার (৩১ জানুয়ারী)ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের আখেরা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ার ইসলাম জানান, একটি ভ্যানে করে হলুদ বোঝাই করে পাঁচজন যাত্রী মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথে আখেড়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ৩ জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ড্রামট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর ৫ টার দিকে হাসপাতলে গুরুতর অবস্থায় ৪ জনকে নিয়ে আসা হয়। হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়। অপর আরো ১জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে তিনিও মারা যান।