নন্দীগ্রামে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ ও মোনাজাত

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে বৃষ্টির আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এতে আশেপাশের এলাকার প্রায় চার শতাধিক মুসল্লিরা অংশ নেন। 

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ-পুনাইল মাদ্রাসা মাঠে ইস্তিসকার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন কালিশ-পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ। 

 

নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বলেন, সকালেও রোদের তীব্রতা ছিল। তাপদাহে ফাঁকা মাঠে রোদে-পুড়ে মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় করেছেন। 

 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামী (পশ্চিম) সেক্রেটারি মনজুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল ইসলাম। 

 

চলতি মাসের শুরু থেকেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে অসহনীয় গরম। যাঁরা কর্মের টানে বা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন, তাঁরা রয়েছেন অস্বস্তিতে। রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ ও স্বাস্থ্যঝুঁকি। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এমন পরিস্থিতিতে নন্দীগ্রাম উপজেলার কালিশ-পুনাইল এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আয়োজন করেন।