বগুড়ার শিবগঞ্জে বৃষ্টির জন্য মুসল্লীদের নামাজ আদায়

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ ১৭:৩১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

 বগুড়ার শিবগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করেছেন মুসল্লীরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভবানিপুর ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করা হয়।

 

নামাজ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সর্বস্তরের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

 

নামাজে অংশ নেয়া সাধরাণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে বগুড়াসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ । আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ দেন সে কারনেই এই নামাজের আয়োজন।

 

দেউলী আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য শাহাদাতুজ্জামান নামাজের ঈমামতি ও দোয়া পরিচালনা করেন। নামাজ পূর্ব আলোচনায় তিনি বলেন, যখন অনাবৃষ্টি দেখা দিতো, তখন মহানবী (স.) সাহাবিদের নিয়ে যে বিশেষ দোয়া করতেন, তাকে ইসতিসকা বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

 

এছাড়া আজ সকাল সাড়ে আটটার দিকে শিবগঞ্জের শব্দলদীঘি এলাকাতেও বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।