বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১ ১৭:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩০ বার।

বগুড়ার শাজাহানপুরে পাটক্ষেতে প্রতিবন্ধী এক তরুণীকে(২০) ধর্ষণের অভিযোগে মকবুল হোসেন(৫৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মকবুল হোসেন উপজেলার মাদলা লক্ষিকোলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। মঙ্গলবার রাতে মাদলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আহমেদ জানান, ১০ আগস্ট দুপুরে মাদলা লক্ষিকোলা গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে যায়। এ সময় পাশেই জমিতে কাজ করছিলেন প্রতিবেশী মকবুল হোসেন। প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মকবুল হোসেন।এ ঘটনায় ওই ভিকটিমের মা বাদী হয়ে ১৩ আগস্ট থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মকবুল হোসেন পলাতক ছিল। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।