চিকিৎসা সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে সরকার বদ্ধপরিকর - ডা: দিলীপ কুমার রায়

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ ২০:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৮ বার।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: দিলীপ কুমার রায় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করছেন। চিকিৎসা সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে সরকার বদ্ধপরিকর। দেশের গুরুত্বপূর্ন জেলা সমুহে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মান করছে সরকার। সরকার সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার আমলে সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশ। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্থ করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে তিনি সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো করেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এসএম মিল্লাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমিওপ্যাথি বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক ডা: শহিদুল ইসলাম ভুইয়া।

বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ডা: আব্দুস সামাদ, ডা: আইয়ুব হোসেন, ডা: আব্দুল খালেক, ডা: মঞ্জুরুল আলম লিটন, ডা: হুমায়ুন কবীর, আব্দুল মতিন, আবুল মনসুর, প্রমিত কুমার, এহতেশাম আহম্মেদ, ফিরোজ মাহমুদ, মানসুরা খাতুন, ফাহমিদা, মল্লিকা রানী, আতিকুর রহমান সুমন, শাহ গাজী, আব্দুল আলীম প্রমুখ।