নন্দীগ্রামে দাঁড়িপাল্লা মার্কা ভোট চেয়ে জামায়াত প্রার্থীর গণসংযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ অগাস্ট ২০২৫ ২২:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ দাঁড়িপাল্লা মার্কা ভোট চেয়ে গনসংযোগ করেছেন। শুক্রবার (১ আগস্ট) ওমরপুর ও রণবাঘা হাটে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। 

 

সেসময় তার সাথে ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। 

 

পরে তিনি উপজেলা জামায়াত কার্যালয়ে যুব জামায়াতের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।