নওগাঁর মান্দায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ সমাবেশ
নওগাঁ প্রতিনিধি
চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেকাকর্মীরা। ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার আহবায়ক সেকেন্দার আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যপক ডা. এসএম ফজলুর রহমান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, ক্ষেতমুজুর সমিতির নেতা হাফিজুর রহমান ও খোরশেদ আলম প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার জনগণের স্বার্থ না দেখে ব্যবসায়ী ও লুটেরাদের স্বার্থ দেখছে এবং সরকারের ভুলনীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। মুক্ত বাজারের নামে লুটপাটের বাজার চলছে। গত সপ্তাহে তেলসহ দ্রব্যমূল্যের অহেতুক বৃদ্ধিতে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।
তিনি সরকারি উদ্যোগে নিত্যপণ্য রাখার স্টক গড়ে তোলা, রেশনিং প্রথা চালু,পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও টিসিবি’র বিক্রির পরিধি বাড়ানোর দাবি জানিয়ে আরো বলেন কঠোর হাতে সিন্ডিকেট দমন করা না গেলে,কয়েকজন ‘খাদ্য বিধাতা’কে অনুনয় বিনয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না।