বগুড়ায় ৩৮ নমুনায় ৪জন করোনায় শনাক্ত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জুন ২০২২ ১৩:৫৭ ।
বগুড়ার খবর
বগুড়ায় ৩৮ নমুনায় ৪জন করোনায় শনাক্ত হয়েছেন। বুধবারের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম।
সাহারুল ইসলাম জানান, গত বুধবার জেলায় মোট ৩৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৩১ নমুনায় ৪জন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৪ নমুনায় সবার নেগেটিভ আসে। নতুন করোনায় শনাক্ত ৪জনই সদরের বাসিন্দা।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় বর্তমানে ১০জন করোনা রোগী বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন