রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৩ জুন ২০২২ ১৬:৫৮ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামী ও একজন মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে থানাপুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,বুধবার সন্ধায় উপজেলার গহেলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান (৫৫) কে গ্রেফতার করে। মিজানুর উপজেলার পৌতা গ্রামের সমেদ আলীর ছেলে। একই দিন বিকেলে রেলগেট এলাকা থেকে ফরিদ সরদার (৫২) নামে একজনকে ৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। ফরিদ উপজেলার করজগ্রাম ফুতিপাড়ার মৃত আফছার আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, ফরিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গ্রেফতারকৃত দুইজনকেই বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন