নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ০৩ জুলাই ২০২২ ১৮:২০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৩ বার।

নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে দূর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার বেলা ১১টায় শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনসহ ফেষ্ঠুন উড়িয়ে ও ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ( প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং মহাপরিচালক দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তলোন করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রশাসক খালিদ মেহেদী হাসান। সভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি দূর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মো: কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট এর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহি উদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বক্তব্য রাখেন। এসভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় স্থাপিত দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করবে।