বগুড়ার নতুন ডিসি সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২ ২৪:৫৪ ।
বগুড়ার খবর
বগুড়া জেলার নতুন ডিসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো: সাইফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি। ২৫তম বিসিএস ব্যাচের সাইফুল ইসলাম চাঁদপুর জেলার বাসিন্দা।
এদিকে বর্তমান বগুড়ায় জেলা প্রশাসক মো: জিয়াউল হককে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। ২০২০ সালের ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয় সরকার।
আরও পড়ুন